Correct Answer: Option B
ভাইরাসজনিত রোগ (Viral diseases) ভাইরাস রোগ। মানুষের প্রায় এক ডজন গুরুত্বপূর্ণ রোগের জন্য দায়ী ভাইরাস। সচরাচর সংক্রামিত এসব রোগের মধ্যে উল্লেখযোগ্য ডেঙ্গুজ্বর ইয়োলো (yellow fever), পোলিওমাইলিটিস (poliomyelitis), জন্ডিস (hepatitis), রেবিস, ইনফ্লুয়েঞ্জা, মাম্পস, হাম (measles), বসন্ত, হার্পিস (herpes), রোটাভাইরাস ডায়রিয়া, ফিভার এবং কয়েক ধরনের এনসেফালাইটিস। কতক ক্যানসারও ভাইরাসজনিত বলে মনে করা হয়।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions