Solution
Correct Answer: Option B
- সাধারণত CPU কে কম্পিউটারের মস্তিষ্কের সাথে তুলনা করা হয়।
- তবে উল্লিখিত চারটির মধ্যে প্রসেসর কম্পিউটারের মস্তিষ্করূপে কাজ করে।
- হার্ডডিস্ক হচ্ছে অপেক্ষাকৃত অধিক ধারণ ক্ষমতাসম্পন্ন চৌম্বকীয় পদার্থেরপাতলা ধাতব পাতের সমন্বয়ে গঠিত শক্ত ম্যাগনেটিক ডিস্ক।
- এটি কম্পিউটারের সহায়ক স্মৃতি।
- এর ধারণ ক্ষমতা সাধারণত কয়েক মেগাবাইট থেকে কয়েক গিগাবাইট পর্যন্ত হয়।