ইন্টারনেটের ব্যান্ডউইথ কী?

A ডেটা প্রবাহের হার

B ডেটা প্রবাহের দিক

C ডেটা প্রবাহ

D কোনটি নয়

Solution

Correct Answer: Option A

- এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে ।
- এই ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ডউইথ বলে। এই ব্যান্ডউইথ বাইট/সে. (Bps) দিয়ে প্রকাশ করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions