এশীয় উন্নয়ন ব্যাকের ADB সদর দপ্তর কোথায় অবস্থিত?
Solution
Correct Answer: Option A
ADB
- ADB এর পূর্ণনাম - Asian Development Bank.
- প্রতিষ্ঠা: ১৯ ডিসেম্বর, ১৯৬৬।
- উদ্দেশ্য: এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন।
- নীতিবাক্য: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই।
- মূল কার্যক্রম: ক্রেডিটিং (ঋণ প্রদান)।
- সদর দপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
- সদস্য সংখ্যা: ৬৯টি ।
- সর্বশেষ সদস্য: ইসরাইল।
- বাংলাদেশের সদস্যপদ পায়: ১৯৭৩ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা: ৩১টি।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতো কান্দা (জাপান), প্রেসিডেন্ট সবসময় একজন জাপানি নাগরিক হন।
- ADB গঠনের উদ্দেশ্য: জাতিসংঘ এবং অন্যান্য উন্নত দেশগুলোর সমন্বয়ে, বিশ্বব্যাংকের অনুরূপ ধাঁচে গঠিত।