Solution
Correct Answer: Option C
- পুনর্ভবা, নাগর ও টাঙ্গন নদীগুলো মহানন্দা নদীর উপনদী।
- মহানন্দা নদী বাংলাদেশের একটি বিখ্যাত নদী, যা মূল নদী মহানন্দার বিভিন্ন শাখা ও উপনদীতে বিভক্ত হয়।
- এই নদীগুলো মহানন্দার ধারার অংশ হিসেবে স্থানীয় অঞ্চলের জল সরবরাহ করে এবং কৃষি ও পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উল্লেখ্য, যে সকল নদী পাহাড়-পর্বত থেকে উৎপত্তি হয়ে কোন বৃহৎ নদীর সাথে এসে মিলিত হয় তাকে উপনদী বলে ।