‘একুশে ফ্রেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?

A শওকত ওসমান

B জহির রায়হান

C আব্দুল গনি হাজারী

D হাসান হাফিজুর রহমান

Solution

Correct Answer: Option D

হাসান হাফিজুর রহমান ১৯৩২ সালে ১৪ জুন জামালপুর জেলায় তাঁর নানা বাড়িতে জন্মগ্রহণ করেন।
তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থঃ
- বিমুখ প্রান্তর (১৯৬৩),
- আর্ত শব্দাবলী (১৯৬৮),
- আধুনিক কবি ও কবিতা (১৯৬৫),
- মূল্যবোধের জন্যে (১৯৭০),
- অন্তিম শরের মতো (১৯৬৮),
- যখন উদ্যত সঙ্গীন (১৯৭২),
- শোকার্ত তরবারী (১৯৮১) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions