Solution
Correct Answer: Option B
- জন ম্যাকার্থি (1927–2011) ছিলেন একজন আমেরিকান গণিতজ্ঞ ও কম্পিউটার বিজ্ঞানী, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence - AI) ক্ষেত্রের অন্যতম প্রতিষ্ঠাতা।
- তিনি ১৯৫৫ সালে প্রথমবার "Artificial Intelligence" শব্দটির প্রচলন করেন এবং ১৯৫৬ সালে ডার্টমাউথ কলেজে সেই বিষয়ে প্রথম কর্মশালার আয়োজন করেন, যা AI বিষয়ে আধুনিক গবেষণার সূচনা মানবো।
- এছাড়া, তিনি ১৯৫৮ সালে Lisp প্রোগ্রামিং ভাষার সৃষ্টি করেন, যা AI গবেষণায় বহুল ব্যবহৃত হয়েছে।
- ম্যাকার্থি কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণাকে প্রতিষ্ঠিত ও উন্নত করেন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে AI গবেষণার গুরুত্বপূর্ণ ল্যাব শুরু করেন।
- তাঁর অবদানের জন্য তিনি টুরিং অ্যাওয়ার্ড (১৯৭১), ন্যাশনাল মেডেল অফ সায়েন্স (১৯৯০) এবং কিয়োটো পুরস্কার (১৯৮৮) সহ নানা সম্মান লাভ করেন।