রুশ বিপ্লব ১৯১৭ সালের ২৫ অক্টোবর চূড়ান্ত রুপ লাভ করে ।এটি অক্টোবর বিপ্লব নামেও খ্যাত ।বলশেভিক পার্টি কর্তৃক ভি . আই লেনিনের নেতৃত্বে কমিউনিস্ট বিপ্লব ঘটেছিল ।তবে এটি বিপ্লবের দ্বিতীয় দফা ।প্রথম দফা সঙ্ঘটিত হয় এ বছরেরই ফেব্রুয়ারিতে ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions