“যেতে নাহি দিব! হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়“। -এই চরণ দুইটি কোন কবির রচনা?
A মাইকেল মধুসূদন দত্ত
B বিহারীলাল চক্রবর্তী
C রবীন্দ্রনাথ ঠাকুর
D সত্যেন্দ্রনাথ দত্ত
Solution
Correct Answer: Option C
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘সোনার তরী (১৮৯৪) কাব্যের ‘যেতে নাহি দিব' কবিতার বিখ্যাত চরণ “যেতে নাহি দিব! হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।”