অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ হবে?
Solution
Correct Answer: Option B
এখানে,
অবনতি কোণ EAC = θ
∴ ACB = θ
মনে করি,
BC =1 তাহলে শর্তানুসারে AB = √3
এখন, ABC সমকোণী ত্রিভুজ হতে পাই
tanθ = √3/1
⇒tanθ = √3
⇒tanθ = tan60°
⇒ θ = 60