Solution
Correct Answer: Option A
তিব্বত হিমালয়ের উত্তরে অবস্থিত চীনের একটি rid স্বায়ত্তশাসিত অঞ্চল। ১৯১২ সালে ত্রয়োদশ দালাইলামা কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্ব-শাসিত অঞ্চল। পরবর্তীতে ১৯৫১ সালে চীন তিব্বতের উপর তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে। তিব্বতের রাজধানী লাসা। এটি বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত। তিব্বত বা লাসায় বাইরের বিশ্ব থেকে কারও প্রবেশ করার অনুমতি না থাকায় এটি নিষিদ্ধ নগরীর তকমা/ পরিচিতি পেয়ে গেছে।