৮৮০ ফুট দীর্ঘ একটি ট্রেন ৬০ মাইল/ঘণ্টা বেগে চলছে। ২২০ ফুট দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
Solution
Correct Answer: Option C
মোট দৈর্ঘ্য = ৮৮০+২০০ = ১১০০ ফুট
আমরা জানি,
১ মাইল = ৫২৮০ ফুট
== ৬০ × ৬০ সেকেন্ড
.: ৬০ মাইল = ৫২৮০*৬০
আবার, ১ ঘণ্টা
.: ৫২৮০ x৬০ ফুট যায় ৬০ × ৬০ সেকেন্ডে
১ ,, ,, ৬০০×৬০/৫২৮০×৬০ সেকেন্ড
.: ১১০০ ,, ,, ৬০ × ৬০ × ১০০০/৫২৮০ × ৬০ সেকেন্ড
= ১২.৫ সেকেন্ড