কোন জেলার ভাষারীতি পরবর্তীতে সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে প্রসার লাভ করে?
Solution
Correct Answer: Option B
- ১৯ শতকের শেষ ও ২০ শতকের শুরুর দিকে বাংলা ভাষা প্রমিতকরণের সময় বাংলার সাংস্কৃতিক রাজধানী ছিল কলকাতা শহর।
- বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উভয় ক্ষেত্রে যেটি প্রমিত রূপ হিসেবে গৃহীত হয়েছে, তা মূলত নদীয়া জেলার পশ্চিম-মধ্য উপভাষার উপর ভিত্তি করে।
- ভাষাবিদ সুনীতিকুমার চট্টোপাধ্যায় পূর্ব মাগধী ভাষার উপভাষাগুলোকে ৪টি গ্রুপে বিভক্ত করেছেন।
- রাঢ়ি, বঙ্গিয়া, কামরূপী ও বরেন্দ্রী।
- দক্ষিণ-পশ্চিমের রাঢ়ি বা নদীয়া অঞ্চলের উপভাষা আধুনিক প্রমিত কথ্য বাংলার ভিত্তি তৈরি করে, যা পরবর্তীতে বাংলা সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে প্রসার লাভ করে।