দিয়াশলাইয়ের কাঠির মাথায় কোনটি থাকে?
A ক্যালসিয়াম কার্বনেট
B শ্বেত ফসফরাস
C লোহিত ফসফরাস
D কয়লা
Solution
Correct Answer: Option C
✔ফসফরাসের রুপভেদ দুইটি। যথা-লোহিত ফসফরাস, শ্বেত ফসফরাস।
✔শ্বেত ফসফরাস বেশি সক্রিয়।এর গন্ধ রসুনের মত।
✔দিয়াশলাইয়ের কাঠির মাথায় লোহিত ফসফরাস ব্যবহ্নত হয়।