সুফিয়া কামালের কবিতা কোনটি?  

A    ঝরাপাতা

B    তাহারেই পড়ে মনে

C    কবর

D    হেমন্ত সন্ধ্যায়

Solution

Correct Answer: Option B

 

তাহারেই পড়ে মনে. সুফিয়া কামাল প্রথম প্রকাশ- ১৯৩৫ সালে মাসিক মোহাম্মদী পত্রিকার নবম বর্ষ ষষ্ঠ সংখ্যায় (১৩৪২ বঙ্গাব্দে) ছন্দ- অক্ষরবৃত্ত; ৮ ও ১০ মাত্রার পর্ব সংলাপনির্ভর গঠনরীতি; সংলাপ কবি ও কবিভক্তের মধ্যে। তার মধ্যে কবিভক্তকেই মূল বক্তা বলে প্রতীয়মান হয়

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions