ক্রিকেট খেলায় নাঈম ও আকিবের মোট রান সংখ্যা ৫৮। নাঈমের রান আকিবের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে ৫ কম। ঐ খেলায় আকিবের রান সংখ্যা কত?
Solution
Correct Answer: Option A
মনেকরি, আকিবের রান = x
.: নাইমের ,, = ২x - ৫
প্রশ্নমতে, x + ২x - ৫ = ৫৮
⇒ ৩x = ৫৮ + ৫
⇒ ৩x = ৬৩
⇒ x = ২১