৫০ টাকায় দুটি এবং ৫০ টাকায় ৩ করে সমসংখ্যক আম কিনে, ২ টি ৪৭ টাকায় বিক্রি করলে। শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
A ২০% ক্ষতি
B ২৫% লাভ
C ১৩% লাভ
D ১২.৭৯% লাভ
Solution
Correct Answer: Option D
প্রথম ক্ষেত্রে ১ টি কমলার ক্রয়মূল্য = ৫০/২ = ২৫ টাকা। দ্বিতীয় ক্ষেত্রে ১ টি কমলার ক্রয়মূল্য = ৫০/৩ = ১৬.৬৭ টাকা। সুতরাং দুইটি কমলার ক্রয়মূল্য = ২৫ + ১৬.৬৭ = ৪১.৬৭ টাকা। লাভ = ৪৭ - ৪১.৬৭ = ৫.৩৩ টাকা। ∴ লাভের হার = (৫.৩৩ × ১০০)/৪১.৬৭ = ১২.৭৯%।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions