Solution
Correct Answer: Option A
পার্বত্য কোনো অঞ্চল থেকে হঠাৎ করে কোন নদী যখন সমভূমিতে পতিত হয়, তখন শিলাচূর্ণ, পলি মাটি প্রভৃতি পাহাড়ের পাদদেশের সমভূমিতে সঞ্চিত হয়ে ত্রিকোণ ও হাত পাখার ন্যায় ভূখণ্ড সৃষ্টি হয়। এ কারণে এরূপ পলল ভূমিকে পলল কোণ বা পলল পাখা বলে। হিমালয়ের পাদদেশে গঙ্গার বিভিন্ন উপনদীর গতিপথে এরূপ ভূখণ্ড দেখতে পাওয়া যায় ।