ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন্ তফসিলে আছে?
Solution
Correct Answer: Option B
সংবিধানের কোন ধারার যদি বিস্তারিত বিবরণের প্রয়োজনীয়তা অনুভূত হয়, সেক্ষেত্রে সংবিধানের মুল কিছু অনুচ্ছেদের বিবরণ হিসেবে তফসিল সংযুক্ত করা হয়।
এ পর্যন্ত বাংলাদেশ সংবিধানে মোট ৭টি তফসিল সংযুক্ত করা হয়েছে।
যথা:
-প্রথম তফসিল- অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
-দ্বিতীয় তফসিল- বিলুপ্ত,
-তৃতীয় তফসিল- শপথ ও ঘোষণা,
-চতুর্থ তফসিল- ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি,
-পঞ্চম তফসিল- ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ,
-ষষ্ঠ তফসিল- ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা,
-সপ্তম তফসিল- ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র।