জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?

A ট্রিগভেলি

B কুর্ট ওয়াল্ডহেইম

C পেরেজ দ্য কুয়েলার

D উত্থান্ট

Solution

Correct Answer: Option A

- বিশ্বশান্তি ও নিরাপত্তার লক্ষ্যে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। 
- জাতিসংঘের ছয়টি অঙ্গসংস্থার অন্যতম সংস্থা সচিবালয়ের প্রধান হিসেবে মহাসচিব দায়িত্ব পালন করে। 
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদ ৪ বছরের জন্য মহাসচিব নিয়োগ দেন। 
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের নাগরিক ট্রিগভেলি। 
- তিনি ১৯৪৬ থেকে ১৯৫২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
- তিনি জাতিসংঘের একমাত্র মহাসচিব যিনি মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions