একটি ৫১ মিটার লম্বা গাছ ভেঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। গাছটি কত উঁচুতে ভেঙ্গেছিল?
A ১০ মি.
B ১৭ মি.
C ১৮ মি.
D ২০ মি.
Solution
Correct Answer: Option B
এখানে, sin ৩০°= x/৫১ - x
⇒ ১/২=x/৫১ - x
⇒ ২x = ৫১ - x
⇒ ৩x = ৫১
⇒ x = ১৭
∴ গাছটি ভেঙেছিল ১৭ মি. উঁচুতে।