দুজন ব্যক্তি পরস্পরের সাথে ৯০° কোণে একটি বিন্দু হতে যাত্রা করে ১ ঘণ্টা পর যথাক্রমে ৫ কিমি ও ৭ কিমি দূরত্ব অতিক্রম করলে তাদের মধ্যে আড়াআড়ি দূরত্ব কত?
A ৮.৬০ কিমি
B ৭.৪ কিমি
C ২৫ কিমি
D ৪৯ কিমি
Solution
Correct Answer: Option A
∴ আড়াআড়ি দূরত্ব = √৫২+৭২
= √২৫+৪৯
= √৭৪
= ৮.৬০ কিমি