'স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে' এখানে 'বিধু' কি?
Solution
Correct Answer: Option B
'স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে' এখানে 'বিধু' হলো চাঁদ।
'বিধু' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র,
- শশাঙ্ক,
- শশধর,
- শশী,
- ইন্দু,
- নিশাকর,
- চাঁদ,
- সুধাংশু ইত্যাদি।