জাতিসংঘের সাধারণপরিষদের সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
Solution
Correct Answer: Option B
» সকল সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত। জাতিসংঘের বাজেট ঘোষিত হয় সাধারণ পরিষদে।
» ১৯৪৫ সালে এই পরিষদ প্রতিষ্ঠিত হয়।
» সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়— লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে (২৩ অক্টোবর- ১৬ ডিসেম্বর, ১৯৪৬)।
» সনদ অনুযায়ী প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের সভায় ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে।
» জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয় – প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
» সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ – ১ বছর।
» জাতিসংঘের সভাপতি নির্বাচিত হন- সাধারণ পরিষদের সংখ্যাগরিষ্ঠদের ভোটে।
» সাধারণ পরিষদের অপর নাম- আলোচনা পরিষদ।
» সাধারণ পরিষদের মূল কমিটির সংখ্যা- ৭টি
» সাধারণ পরিষদের সহ সভাপতি- ২১জন।
» প্রথম সভাপতি- পল হেনরি স্মাক।
» প্রথম নারী সভাপতি- বিজয়লক্ষ্মী পন্ডিত (ভারত)।