কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

A (১/২) (ভূমি × উচ্চতা)

B (দৈর্ঘ্য × প্রস্থ)

C (ভূমি × উচ্চতা)

D ২ × (দৈর্ঘ্য × প্রস্থ)

Solution

Correct Answer: Option C

মনে করি, একটি সামান্তরিকের ভূমি b এবং উচ্চতা h. 
সামান্তরিকের ক্ষেত্রফল =( ভূমি × উচ্চতা ) বর্গ একক 
অর্থাৎ, সামান্তরিকের ক্ষেত্রফল = (b × h) বর্গ একক
 
-সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
-সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
-সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions