-গোধূলি মানে সন্ধ্যা।
-সূর্যাস্তের সময়টা।
-সন্ধ্যাবেলা যখন গরু ধুলো উড়িয়ে মাঠ থেকে বাড়ী ফেরে সেই সময়টাকে বলে গোধূলি।
-এর ইংরেজি হচ্ছে- Twilight.
অন্য অপশন গুলোর অর্থ:
-Sunset - সূর্যাস্ত; সূর্যাস্তকাল; দিনান্ত।
-Evening - সন্ধ্যাকাল।
-Afternoon - বিকেল; অপরাহ্ণ।