বলকান পর্বতমালার পাদদেশ বা বলকান পেনিনসুলায় অবস্থিত দেশসমূহ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। তুরস্কের ইউরােপিয়ান অংশ ও গ্রীসকেও এই অঞ্চলের অন্তর্ভূক্ত করা হয়ে থাকে। মূলত ১০টি দেশকে বলকান দেশ বলে এইগুলো হলঃ - আলবেনিয়া, - বসনিয়া ও হার্জেগােভিনা, - কসােভাে, - মন্টিনিগ্রো, - মেসিডােনিয়া, - বুলগেরিয়া, - ক্রোয়েশিয়া, - রােমানিয়া, - সার্বিয়া ও - স্লোভেনিয়া
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions