কোন পরীক্ষায় ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস। করল। যদি উভয় বিষয়ে ৬০% পাস করে থাকে তবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
Solution
Correct Answer: Option B
মোট = গণিতে পাস + বাংলায় পাস- উভয় বিষয়ে পাস + উভয় বিষয়ে ফেল
⇒ ১০০% = ৮০% + ৭০% - ৬০% + ফেল
⇒ ১০০% = ৯০% + ফেল
⇒ ফেল = ১০০% - ৯০% = ১০%