সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ-
A ৭.৬ সেমি
B ৭৬ সেমি
C ৭৬০ সেমি
D ৭২ সেমি
Solution
Correct Answer: Option B
-ভূ-পৃষ্ঠের কোন নির্দিষ্ট পরিমাণ স্থানের উপর বায়ু যে পরিমাণ চাপ প্রদান করে তাকে বায়ুর চাপ বলে।
-সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি।
-যার পরিমাণ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন বা ৭৬ সেন্টিমিটার।