● জাতিসংঘ সর্বপ্রথম LDC তালিকা প্রকাশ করে- ১৯৭১ সালে।
● বাংলাদেশ LDC তে অন্তর্ভুক্ত হয়- ১৯৭৫ সালে।
● ECOSOC'র সুপারিশে বাংলাশে চুড়ান্তভাবে LDC'র তালিকায় গৃহীত হয়-১৯৭৬ সালে।
● বাংলাদেশ বিশ্বব্যাংকের তালিকায় নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়- ২০১৫ সালের ১ জুলাই।
● স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার প্রাথমিক যোগ্যতা অর্জন করে- ১৫ মার্চ ২০১৮ সালে।
● বাংলাদেশ জাতিসংঘের ECOSOC থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাবে- ২০২৬ সালে।
● LDC থেকে বের হলে ADB বাংলাদেশ কে ৯০৫ কোটি ডলার সহায়তা দিবে।
● বের হবার পর ২০২৯ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন শুল্কমুক্ত রপ্তানি সুবিধা প্রদান করবে।
● বাংলাদেশ উচ্চ আয়ের দেশে পরিণত হবে-২০৪১ সালে।