আমাজান পৃথিবীর কত শতাংশ কার্বন নিঃসরণ রোধ করে?
Solution
Correct Answer: Option C
পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ উৎপাদিত হয় 'পৃথিবীর ফুসফুস'খ্যাত আমাজনের চিরহরিৎ বন থেকে। তার থেকেও বেশি কার্বন ডাই - অক্সাইড শুষে নেয় এই বনভূমি। প্রায় ২০০ কোটি মেট্রিক টন কার্বন ডাই - অক্সাইড শোষণ করে, যা পৃথিবীর মোট কার্বন নিঃসরণ প্রায় ৫%শতাংশ।