দুইটি সংখ্যার গ.সা.গু ১১ এবং ল.সা.গু ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে, অপর সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option D
মনে করি, অপর সংখ্যাটি=x
আমরা জানি, দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা =৭৭০০ × ১১
বা, ২৭৫ × x = ৭৭০০ × ১১
বা, x = (৭৭০০ × ১১)/২৭৫ = ৩০৮