Solution
Correct Answer: Option B
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস 'শেষের কবিতা' (১৯২৯)। উপন্যাসের প্রধান চরিত্র অমিত বদ্ধ ব্যারিস্টারি পড়তে বিলেতে যায়। তার ছেলে বন্ধুর চেয়ে মেয়ে বন্ধু বেশি। এদের মধ্যে কেতকীর সাথে অমিতের প্রেম হয় এবং অমিতের দেয়া আংটিও পরে। ব্যারিস্টার হয়ে দেশে ফিরে অমিত শিলংয়ে বেড়াতে গেলে উপন্যাসের মূল নায়িকা লাবণ্যের সাথে পরিচয় থেকে প্রেম হয়। তাদের বিয়ে ঠিক হলে উপস্থিত হয় কেতকী। লাবণ্য বিয়ে করে শোভনলালকে। রবীন্দ্রনাথ রচিত অন্যান্য উপন্যাসঃ ‘করুণা’, ‘বৌঠাকুরানীর হাট’ (১৮৮৩), ‘রাজর্ষি' (১৮৮৭), ‘নৌকাডুবি’ (১৯০৬), ‘ঘরে-বাইরে’ (১৯১৬), 'চতুরঙ্গ (১৯১৬), ‘যোগাযোগ' (১৯২৯), 'দুইবোন' (১৯৩৩), ‘চার অধ্যায়’ (১৯৩৪), ‘মালঞ্চ' (১৯৩৪), 'চোখের বালি (১৯০৩), 'গোরা' (১৯১০)।