কমনওয়েলথ এর কোন সদস্য রাষ্ট্র ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত ছিলো না?

A সাইপ্রাস

B রুয়ান্ডা

C মোজাম্বিক

D খ+গ

Solution

Correct Answer: Option D

যুক্তরাজ্যের সাবেক ঔপনিবেশিক দেশগুলো নিয়ে ১৯৩১ সালে কমনওয়েলথের যাত্রা শুরু হয়। ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়। লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়। কমনওয়েলথের বর্তমান প্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ। এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য। সর্বশেষ সদস্য রুয়ান্ডা। ব্রিটেনই এর নেতৃত্ব দিয়ে থাকে।

কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি। ১৯৭২ সালে যখন যোগদান করেছিল তখন ৩২তম সদস্য হিসেবে করে যোগদান করে। কারণ ঐ সময় পূর্বে যোগদান করা দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান কমনওয়েলথ থেকে সরে যায় । দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সরে ও ১৯৯৪ সালে যোগদান ও পাকিস্তান ১৯৮৯ সালে পুনরায় কমনওয়েলথ এ যোগদান করলে তারা তাদের পূর্বের ক্রমে ফিরে যাওয়ায় বাংলাদেশ এখন ৩৪তম সদস্য দেশ ।
 
বৃটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য দেশ দুটি-মোজাম্বিক ও রুয়ান্ডা। আবার ব্রিটিশ উপনিবেশ ছিল অথচ কমনওয়েলথের সদস্য নয় এমন দেশ- যুক্তরাষ্ট্র, মিয়ানমার, জিম্বাবুয়ে ও আরব বিশ্বের দেশসমূহ।
 
সর্বশেষে, ৫৫ তম = গ্যাবন, ৫৬ তম = টোগো, ২৫ জুন ২০২২ এ এ দুটি দেশ কমনওয়েলথ এ অন্তর্ভুক্ত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions