জাতিসংঘ এর অন্যতম প্রধান সংস্থা ‘অছি পরিষদ’ কত সাল থেকে বিলুপ্ত রয়েছে?
A ১৯৯৪
B ১৯৯৬
C ১৯৯৭
D ১৯৯৯
Solution
Correct Answer: Option A
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র এর সদস্য। এ পরিষদ অছি বা ট্রাস্টভুক্ত সকল দেশ রক্ষণাবেক্ষণ এবং এদের নিয়ন্ত্রণের মাধ্যমে সার্বিকভাবে আন্তনির্ভরশীল ও স্বাধীন অস্তিত্ব নিয়ে টিকে থাকার জন্য কাজ করে থাকে। ১৯৯৪ সালে পালাউর স্বাধীনতা প্রাপ্তির মাধ্যমে সকল অছি অঞ্চলই স্বাধীন দেশে পরিণত হয়েছে; ১৯৯৪ সাল হতে এর কার্যক্রম স্থগিত করা হয়েছে।