Solution
Correct Answer: Option D
অর্ধ স্বরধ্বনি ৪ টা- ই্, উ্, য়্ (=এ্), ও্ উদাহরণ: বই, ঢেউ, যায়, যাও। 'ইচ্ছা' শব্দের 'ই' যেভাবে পূর্ণরুপে উচ্চারিত হচ্ছে 'বই' শব্দের 'ই' সেভাবে উচ্চারিত হচ্ছে না, অসম্পূর্ণ স্বরধ্বনিরর মতো উচ্চারিত হচ্ছে, তাই এগুলোকে অর্ধ-স্বরধ্বনি বলা হয়।