Solution
Correct Answer: Option C
বাংলা সাহিত্যে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস ‘সুলতানার স্বপ্ন' গ্রন্থটি ইংরেজি 'Sultana's Dream' শিরোনামে রচিত। এখানে মূল চরিত্র Sultana একজন অবরুদ্ধা নারী। এ গ্রন্থে রোকেয়া একটি নারীবাদী স্বপ্নরাজ্য বা ইউটোপিয়ার বর্ণনা দিয়েছেন। এ কল্পরাজ্যে সমাজের সকল কর্মকাণ্ডে নারীরা হবেন প্রধান চালিকাশক্তি আর পুরুষরা হবেন গৃহবন্দী। এখানে থাকবে না কোন অপরাধ, প্রচলিত থাকবে ‘ভালোবাসা ও সত্যের ধর্ম।
বেগম রোকেয়া রচিত উপন্যাস ‘পদ্মরাগ' (১৯২৪);
গদ্যগ্রন্থ: ‘মতিচূর' (প্রথম খণ্ড- ১৯০৪, দ্বিতীয় খণ্ড- ১৯২২), ‘অবরোধবাসিনী’ (১৯৩১)।