নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

A দম্পতি

B হেলে ফেরানো

C মনগড়া

D অনাদি

Solution

Correct Answer: Option A

যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যে দ্বন্দ্ব সমাসে সম্বন্ধ বুঝায়, তাকে সম্বন্ধ বাচক দ্বন্দ্ব বলে। যেমন:
- দম্ (জায়া) ও পতি = দম্পতি।
- মন দ্বারা গড়া = মনগড়া (৩য়া তৎপুরুষ);
- নেই আদি যার = অনাদি (নঞ বহুব্রীহি সমাস)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions