'তিনি সৎ, তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে'- বাক্যে 'তাই' কোন প্রকারের অব্যয়?
A বিভক্তিসূচক
B সংকোচক
C বিয়োজক
D সংযোজক
Solution
Correct Answer: Option D
- বাক্যে ‘তাই’ শব্দ টি হচ্ছে সংযোজন অব্যয়।
- ‘তিনি সৎ তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে’- এখানে ‘তাই’ অব্যয়টি দুটি বাক্যর সংযোজন ঘটাচ্ছে।
- তাছাড়াও অধিকন্ত, সুতরাং শব্দগুলোও সংযোজন অব্যয়।