বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানির প্রতিষ্ঠান। ১১৮ (১) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং অধিক চারজন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে।
এটিও গুরুত্তপুর্ণ, জেনে রাখুনঃ
Bangladesh Public Administration Training Centre লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন কর্তৃক বাছাইকৃত ক্যাডারদের প্রশিক্ষণের জন্য একটি একটি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠাকাল: ২৮ এপ্রিল, ১৯৮৪
অবস্থান: ঢাকার অদূরে সাভারে।
প্রধান: এর প্রধান হলেন একজন রেক্টর যিনি সচিব পদমর্যাদার।
★বর্তমান বিসিএস ক্যাডারের সংখ্যা-২৬ টি।
★পিএসসির বর্তমান চেয়ারম্যান- মোবাশ্বের মোনেম
★পিএসসির প্রথম চেয়ারম্যান ছিলেন- ড. এ. কিউ. এম. বজলুল করিম।
★পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ- ৫ বছর।
★সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে পিএসসি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তাই এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।
★পিএসসির চেয়ারম্যান ও সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ পান।