বৈরাগীর ভিটা অবস্থিত-

A ময়নামতি

B বগুড়া

C মহাস্থানগড়

D আনন্দ বিহার

Solution

Correct Answer: Option C

-পুণ্ড্রনগর বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
-আনুমানিক খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে পুণ্ড্র নামে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল।
-এটি পুণ্ড্র রাজ্যের (মৌর্য ও গুপ্ত বংশের) রাজধানী ছিল। পুণ্ড্র নগরের বর্তমান নাম মহাস্থানগড়।
-এটি বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত।
-১৮০৮ সালে বুকানন হ্যামিল্টন জনপদটি আবিষ্কার করেন।
-মহাস্থানগড়ে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহ- বৈরাগীর ভিটা, খোদাই পাথর ভিটা, কালীদহ সাগর, সুলতান বলখীর মাজার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions