A box having height 2m, length 10m and width 7m have the top lid open. What is the surface area of the box?
Solution
Correct Answer: Option A
একটি বাক্সের উচ্চতা 2 মিটার, দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ 7 মিটার। বাক্সটির উপরের ঢাকনা খোলা। বাক্সটির ক্ষেত্রফল কত?
খোলা ঢাকনাযুক্ত বাক্সের ক্ষেত্রফল নির্ণয়ে আমাদের নিম্নলিখিত তলগুলোর ক্ষেত্রফল যোগ করতে হবে:
1. নীচের তল = দৈর্ঘ্য × প্রস্থ
= 10 × 7 = 70 বর্গমিটার
2. সামনের তল = দৈর্ঘ্য × উচ্চতা
= 10 × 2 = 20 বর্গমিটার
3. পিছনের তল = দৈর্ঘ্য × উচ্চতা
= 10 × 2 = 20 বর্গমিটার
4. বাম পাশের তল = প্রস্থ × উচ্চতা
= 7 × 2 = 14 বর্গমিটার
5. ডান পাশের তল = প্রস্থ × উচ্চতা
= 7 × 2 = 14 বর্গমিটার
মোট ক্ষেত্রফল:
= নীচের তল + সামনের তল + পিছনের তল + বাম পাশের তল + ডান পাশের তল
= 70 + 20 + 20 + 14 + 14
= 138 বর্গমিটার
উত্তর: A) 138
নোটঃ উপরের ঢাকনা খোলা থাকায় সেই তলের ক্ষেত্রফল যোগ করা হয়নি।