A box having height 2m, length 10m and width 7m have the top lid open. What is the surface area of the box?

A 138

B 118

C 104

D 208

Solution

Correct Answer: Option A

একটি বাক্সের উচ্চতা 2 মিটার, দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ 7 মিটার। বাক্সটির উপরের ঢাকনা খোলা। বাক্সটির ক্ষেত্রফল কত?

খোলা ঢাকনাযুক্ত বাক্সের ক্ষেত্রফল নির্ণয়ে আমাদের নিম্নলিখিত তলগুলোর ক্ষেত্রফল যোগ করতে হবে:

1. নীচের তল = দৈর্ঘ্য × প্রস্থ
= 10 × 7 = 70 বর্গমিটার

2. সামনের তল = দৈর্ঘ্য × উচ্চতা
= 10 × 2 = 20 বর্গমিটার

3. পিছনের তল = দৈর্ঘ্য × উচ্চতা
= 10 × 2 = 20 বর্গমিটার

4. বাম পাশের তল = প্রস্থ × উচ্চতা
= 7 × 2 = 14 বর্গমিটার

5. ডান পাশের তল = প্রস্থ × উচ্চতা
= 7 × 2 = 14 বর্গমিটার

মোট ক্ষেত্রফল:
= নীচের তল + সামনের তল + পিছনের তল + বাম পাশের তল + ডান পাশের তল
= 70 + 20 + 20 + 14 + 14
= 138 বর্গমিটার

উত্তর: A) 138

নোটঃ উপরের ঢাকনা খোলা থাকায় সেই তলের ক্ষেত্রফল যোগ করা হয়নি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions