Solution
Correct Answer: Option A
রঙধনু সৃষ্টি হয় যখন সূর্যের আলো বৃষ্টির জলকণায় প্রতিসরণ (refraction) ও প্রতিফলন (reflection) এর মাধ্যমে বিচ্ছুরিত হয়। জলকণায় প্রবেশের সময় সাদা আলো প্রতিসরিত হয়ে সাতটি রঙে বিভক্ত হয় এবং আভ্যন্তরীণ প্রতিফলনের পর পুনরায় প্রতিসরিত হয়ে রঙধনু সৃষ্টি করে। এই প্রক্রিয়ায় আলোর প্রতিসরণই মূল ভূমিকা পালন করে।