Correct Answer: Option A
রহিম একটি ঘড়ি ১১৪০ টাকায় বিক্রি করে ৫% ক্ষতি করে। অর্থাৎ, বিক্রয়মূল্য (১১৪০ টাকা) ক্রয়মূল্যের ৯৫% = (১০০% - ৫%)।
ধরা যাক, ঘড়ির ক্রয়মূল্য x টাকা। তাহলে সমীকরণটি হবে:
০.৯৫x = ১১৪০
x = ১১৪০ / ০.৯৫
x = ১২০০
অর্থাৎ, ঘড়ির ক্রয়মূল্য ১২০০ টাকা।
৫% লাভ করতে হলে, বিক্রয়মূল্য ক্রয়মূল্যের ১০৫%= (১০০% + ৫%) হতে হবে।
৫% লাভে বিক্রয়মূল্য = ১.০৫ * ১২০০ = ১২৬০
সুতরাং, ৫% লাভ করতে রহিমকে ঘড়িটি ১২৬০ টাকায় বিক্রি করতে হবে।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions