মালেশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী?
A পক প্রণালী
B জিব্রাল্টার প্রণালী
C মলাক্কা প্রণালী
D ডোভার প্রনালী
Solution
Correct Answer: Option C
মালাক্কা প্রণালীর উত্তরে ভারত মহাসাগরের আন্দামান সাগরকে দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে এবং মালয় উপদ্বীপকে সুমাত্রা দ্বীপ থেকে পৃথক করেছে।