শুদ্ধ বানান কোনটি?

A আভ্যন্তরীন

B অভ্যন্তরীণ

C অভ্যন্তরীন

D আভ্যন্তরীণ

Solution

Correct Answer: Option B

- অভ্যন্তর (অভি + অন্তর) শব্দের অর্থ ভেতর, মধ্য, অন্তপুর। এটি বিশেষ্য।
-‘অভ্যন্তর’ শব্দের সঙ্গে বিভিন্ন প্রত্যয় যুক্ত হয়ে বিভিন্ন শব্দ গঠিত হয়। যেমন : অভ্যন্তর + অ = আভ্যন্তর; অভ্যন্তর + ঈন = অভ্যন্তরীণ; অভ্যন্তর + ইক = আভ্যন্তরিক।

- ‘অভ্যন্তরীণ’ শব্দের অর্থ মধ্যবর্তী, অভ্যন্তরে আছে এমন, ভেতরের প্রভৃতি। এটি বিশেষণ।
- ‘আভ্যন্তর’ শব্দের অর্থ ভেতর, মধ্য প্রভৃতি। এটিও বিশেষ্য।
- ‘আভ্যন্তরিক’ শব্দের অর্থ অভ্যন্তরস্থ, অভ্যন্তরীণ প্রভৃতি। এটি বিশষণ।

সূত্র: বাংলা বানান-প্রয়োগ ও অপপ্রয়োগ, ড. মোহাম্মদ আমীন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions