৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

A ৪৫%

B ৪৮.৫%

C ৫২.৭৫%

D ৫৬.২৫%

Solution

Correct Answer: Option D

৫টির ক্রয়মূল্য ৪ টাকা

সুতরাং, ১ টির ক্রয়মূল্য ৪/৫  টাকা

আবার,

৪ টির বিক্রয়মূল্য ৫ টাকা

সুতরাং, ১  টির বিক্রয়মূল্য ৫/৪ টাকা


. : লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য

         =(৫/৪-৪/৫)টাকা

        = (২৫-১৬)/২০ = ৯/২০ টাকা



ক্রয়মূল্য ৪/৫  টাকায় লাভ হয় ৯/২০ টাকা

ক্রয়মূল্য ১  টাকায় লাভ হয় (৯✕৫)/(২০✕৪)  টাকা

ক্রয়মূল্য ১০০  টাকায় লাভ হয় (৯✕৫✕১০০)/(২০✕৪)  টাকা

                                               =২২৫/৪ =৫৬.২৫ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions