আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) প্রথম নারী মহাপরিচালক কে?
A হেলেন ক্লার্ক
B ফাতিমাত ধিয়ানা সাঈদ
C অ্যামি ই. পোপ
D ইরিনা-বোকোভা
Solution
Correct Answer: Option C
- আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর প্রথম নারী মহাসচিব হলেন অ্যামি ই. পোপ (Amy E. Pope)।
- তিনি ২০২৩ সালে এই পদে নির্বাচিত হন এবং সংস্থার ইতিহাসে প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।