কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়?

A ভিটামিন-ই

B ভিটামিন-বি

C ভিটামিন-কে

D ভিটামিন-সি

Solution

Correct Answer: Option A

ভিটামিন-ই এর রাসায়নিক নাম টোকোফেরোল। দৈহিক পেশীর স্বাভাবিক বিকাশ, জনন অঙ্গের পুষ্টতা এবং গর্ভাবস্থায় ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে এরা অংশগ্রহণ করে। এর উৎস লেটুস পাতা, সয়াবিন, ছোলা, সবুজ শাকসবজি, দুধ, ডিমের কুসুম, যকৃত ও মাংস ইত্যাদি। ভিটামিন-ই র অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায় ও নারী -পুরুষের বন্ধ্যাত্ব সৃষ্টি করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions