দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়?

A স্থলবেষ্টিত রাষ্ট্র

B নিরপেক্ষ রাষ্ট্র

C বাফার রাষ্ট্র

D জিরোসাম রাষ্ট্র

Solution

Correct Answer: Option C

দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত নিরপেক্ষ দেশকে বলা হয় বাফার স্টেট। ১ম ও ২য় বিশ্বযুদ্ধের বাফার স্টেট ছিল বেলজিয়াম। 

কিছু বাফার স্টেটের নামঃ
- ১৯ শতকে ব্রিটিশ সাম্রাজ্য এবং রাশিয়ার মধ্যে আফগানিস্তান।
- ১৯ শতকের শেষের দিকে এবং ২০ শতকের প্রথম দিকে ফ্রান্স এবং জার্মানির মধ্যে বেলজিয়াম।
- বিংশ শতাব্দীতে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে লেবানন।
- ১৯ এবং ২০ শতকে ব্রিটিশ সাম্রাজ্য এবং চীনের মধ্যে ভুটান এবং সিকিম।
- ১৯ শতকে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে প্যারাগুয়ে।
- ২০ শতকে জার্মানি এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে পোল্যান্ড।
- ২১ শতকে রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইউক্রেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions